Desi Bhabi Shows Her BF!
গল্প: বিডি ভিলেজ জিএফের সর্বশেষ কল ক্লিপ
রাহুল আর নীলা অনেকদিন ধরেই বিডি ভিলেজের দুই প্রান্ত থেকে কথা বলত। নীলা ছিল গ্রামের স্কুল শিক্ষিকা আর রাহুল শহরে পড়াশোনা করতো। প্রতিদিন রাত হলেই তাদের ফোনে লম্বা কথা হতো। গ্রামের মিষ্টি বাতাসের শব্দ, মাঝেমাঝে মুরগির ডাক — সব মিলিয়ে তাদের কথা যেন এক রঙিন গল্প হয়ে উঠতো।
একদিন হঠাৎ করেই নীলার ফোনে নেটওয়ার্ক সমস্যা শুরু হলো। রাহুল অনেক চেষ্টা করেও আর কল পায় না। একটানা কয়েকদিন এমন চলার পর অবশেষে একদিন ভোরে একটা কল ক্লিপ পেলো —
"এই রাহুল, আজ তোমার সাথে শেষবার কথা বলছি। নেটওয়ার্ক গেলে আর পাওয়া যাবে না। কিন্তু জানো, তোমাকে ভালোবাসি। যতদিন বাঁচবো, মনে রাখবো..."
রাহুল স্তব্ধ হয়ে গেলো। বারবার সেই কল ক্লিপটা শুনলো। গ্রামের শান্ত পরিবেশ, পাখির ডাক, নীলার কণ্ঠ — সব যেন মিশে গেলো তার হৃদয়ে।
এরপর রাহুল সিদ্ধান্ত নিলো — শহরের চাকরি ফেলে সে গ্রামে ফিরে যাবে। সেই বিডি ভিলেজেই তারা নতুন করে জীবন শুরু করবে। আর তখন থেকেই বিডি ভিলেজে সবাই বলতো,
"দেখো, ওই তো বিডি ভিলেজ জিএফের সর্বশেষ কল ক্লিপের প্রেম কাহিনী!"