Beautiful Nibbi Shows All in Call!
ভিডিও দেখতে হলে আপনার ফোনে অবশ্যই Terabox.app অ্যাপস থাকতে হবে---------------------------------------------------------------------------------------------
গল্প: নিব্বির রঙিন জগৎ
নিব্বি ছিল এক অদ্ভুত মেয়ে। তার চোখে পৃথিবীটা সবসময় রঙিন আর মধুর দেখাতো। তার বন্ধুরা মজা করে বলতো,
— "নিব্বি সব কলে দেখায়!"
কথাটা একদম ঠিক। আকাশে মেঘ করলেও নিব্বি দেখতো তুলোর মতো সাদা মেঘের নরম শয্যা। বৃষ্টি নামলে সে বলতো,
— "দেখো তো কী দারুণ ঝরনার মতো পড়ছে!"
একদিন গ্রামের মেলায় নিব্বি আর তার বন্ধুরা ঘুরতে গেলো। চারপাশে কত রঙের বেলুন, রঙিন আলোর ঝলকানি, আর নানা রকমের মিষ্টির গন্ধ। সবাই আনন্দে মেতে উঠলো। কিন্তু হঠাৎ একটা ছোট ছেলের বেলুন উড়ে গেলো আকাশে। সে কেঁদে উঠলো।
সবাই যখন হতাশ, তখন নিব্বি ছুটে গেলো ছেলেটার কাছে। মাথায় হাত রেখে বললো —
— "দুঃখ কোরো না। বেলুনটা আকাশে গিয়ে তার বন্ধুদের সাথে খেলতে গেছে।"
ছেলেটা মুগ্ধ হয়ে হাসলো। তার চোখের জল শুকিয়ে গেলো। সবার মুখে তখন সেই পুরনো কথা:
— "দেখো, নিব্বি সব কলে দেখায়!"
নিব্বির দৃষ্টিভঙ্গি সবাইকে শিখিয়ে দিলো— সুন্দরতা শুধু বাইরের রঙে না, মনের চোখেও লুকিয়ে থাকে।